• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • ''
  • প্রকাশিত ১০ অক্টোবর ২০২৩

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট মডেল থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ফকিরহাট মডেল থানার মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান। এতে সভাপতিত্ব করেন অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।

থানার সেকেন্ড অফিসার এসআই মো. ওহিদুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  জেলা পরিষদ সদস্য শেখ আ. রাজ্জাক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ শরিফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ রায় কেষ্ট, সাধারন সম্পাদক সুমন ধর প্রমূখ।

এসময় জেলা পরিষদের নারী সদস্য সোমা ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, ওসি (তদন্ত) স্বপন কুমার রায়।  ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো. রেজাউল করিম ফকির, এ্যাড. হিটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, এমডি সেলিম রেজা, মো. জাহিদুর রহমান সহ বিভিন্ন পূজা মন্দিরের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশ সদস্য, গনমাধ্যমকর্মী ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads